রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকুরীমেলা অনুষ্ঠিত
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:১১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের (রপই) আয়োজনে ASSET প্রকল্পের অর্থায়নে, ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইনস্টিটিউট প্রাঙ্গনে জব ফেয়ার (চাকুরীমেলা) অনুষ্ঠিত হয়।
শনিবার দিনব্যাপী রপই অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শাহীদের সভাপতিত্বে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জব ফেয়ার উদ্বোধন করেন।
এর মধ্যে দিয়ে তরুণ প্রকৌশলীদের কর্মসংস্থান সৃষ্টি করে উজ্জ্বল ভবিষ্যতের সূচনা হবে বলে প্রধান অতিথি আশা প্রকাশ করেন।
কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চাকুরি মেলায় অংশগ্রহণকারী চাকুরীদাতা প্রতিষ্ঠানগুলোকে অধ্যক্ষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
মেলায় আরও উপস্থিত ছিলেন রপই চিফ ইন্সট্রাক্টর (টেক/সিভিল) ইউসুফ আলী, ইন্সট্রাক্টর (টেক/সিভিল) এম. এম. শাহজাহান ইসলাম, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (টেক/মেকানিক্যাল) মো. শহিদুল ইসলাম শাওন প্রমুখ।
উক্ত চাকুরীমেলায় চাকুরিদাতা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয় এবং প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থী সরাসরি সাক্ষাত করে অংশগ্রহণ করে। এর মধ্যে তাৎক্ষনিক প্রায় ১০০ জনের চাকুরি নিশ্চিত করা হয়।
