ডন বস্কো কলেজে শিক্ষার্থীদের শৈল্পিক ও ক্রীড়া উদযাপন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:২৪ | অনলাইন সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো কলেজ এন্ড সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার কলেজ চত্বরে বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ।

এ সময় প্রতিষ্ঠানের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, পূর্বধলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শহীদ খান, সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান তালুকদার কলি, রুসার নির্বাহী পরিচালক এম এন আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা।

উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন।

প্রতিযোগিতা শেষে দুপুরে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।