রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫ বছর পূর্তিতে ৫টি উদ্যোগ বাস্তবায়ন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২১:৩১ | অনলাইন সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র শেরপুরের শ্রীবরদী উপজেলার রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার ৫ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ৫টি মানবিক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। উপজেলার ভেলুয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

বাস্তবায়িত কর্মসূচিগুলো হলো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন উপহার, মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান, মানবিক র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ এবং এতিম ও অসহায়সহ উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে এক সামিয়ানার নিচে মধ্যাহ্নভোজ।

জানা গেছে, এদিন বিনামূল্যে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া উপজেলার ভেলুয়া হাফেজিয়া মাদরাসার ৫ শিক্ষার্থীকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। সমাজ উন্নয়নে মানবিক কাজে অবদান রাখায় ৯ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং মানবিক র‌্যাফেল ড্রয়ে বিজয়ী ৩ জনের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষে হাফেজ, এতিম ও অসহায়সহ উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে এক সামিয়ানার নিচে দুপুরের খাবার গ্রহণ করা হয়।

রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ কাউসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ।

রক্তসৈনিক শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানজিমুল হাসান শাহীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ ও আব্দুর রহমান রিপন (বিএসসি)সহ স্থানীয় অনেকে।

তথ্য মতে, সর্বোচ্চ রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবক হিসেবে রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ কাউসার আহমেদ এবং বর্ষসেরা রক্তদাতা হিসেবে রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান হৃদয় ও রক্তদান বিষয়ক সম্পাদক নাহিদ হাসানকে স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া মানবিক র‌্যাফেল ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু, দ্বিতীয় পুরস্কার বিজয়ী রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুমান মিয়া এবং তৃতীয় পুরস্কার বিজয়ী রক্তসৈনিক তরুণ স্বেচ্ছাসেবক এস.এম জাকিরের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় স্বেচ্ছাসেবকগণ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।