সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২১:৪০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জাহিদুল ইসলামের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই অফিসের বেড়া পুড়ে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কামারখন্দ থানার ওসি শাহিন আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, শুক্রবার গভীর রাতে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মুদি পাড়া এলাকায় জামায়াত ইসলামের নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই অফিসের বেড়াসহ বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ অফিসের পাশেই বিএনপি নির্বাচনী অফিস রয়েছে। এ অফিস পরিচালনা করেন স্থানীয় একজন ইউপি সদস্য।

তবে ওই নির্বাচনী অফিসে আগুনের ঘটনা ইতোমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়টি রিটার্নিং অফিসারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।