নারায়ণগঞ্জে জেএমবির সদস্য পলাতক শাহাব উদ্দিন গ্রেফতার
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪:৪৫ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ১ জন সক্রিয় সদস্য নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা মোঃ শাহাব উদ্দিনকে (৬১) গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকার ডেমরা থানাধীন শহর পল্লী আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
গ্রেফতারকৃত শাহাব উদ্দিন সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার বাসিন্দা মৃত গোলাম মোস্তফার পুত্র। সে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালের ১২ মে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার (নং- ৩০) গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
১৯ ডিসেম্বর দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য।
উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
