ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আলেক প্রামানিককে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে ওই গ্রামের রহম প্রামানিকের ছেলে। র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মিঃ জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৯ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মাদক ব্যবসায়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত