ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মহাসড়কে বাস উল্টে নারীসহ ৪ জন নিহত

সিরাজগঞ্জে মহাসড়কে বাস উল্টে নারীসহ ৪ জন নিহত

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোঁজা ব্রিজের সন্নিকটে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলো, নাটোরের বাগাতিপাড়া উপজেলার পিসলিয়া গ্রামের উপেন্দ্রনাথ প্রামানিকের ছেলে সতেন্দ্রনাথ প্রামানিক (৫৪) , পাবনার চাটম্ধোসঢ়;হর উপজেলার কুমারগারা গ্রামের আব্দুল হামিদ মাস্টারের স্ত্রী সফুরা খাতুন (৬২), সালাউদ্দিন (৪৫) ও সোহাগ (৩৫) নামে ২ জনের নাম বাস টিকিট থেকে পাওয়া গেছে। তবে এখনও তাদের পুরো ঠিকানা পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাস উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফিডার রোডের উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ৪ জন নিহত হয় এবং আহত হয়েছে ১৫ জন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের মধ্যে ৯ জনকে সিরাজগঞ্জ, বগুড়া ও উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে নিহতদের স্বজনেরা সংবাদ পেয়ে ওই থানায় আসে এবং এক হৃদয় বিদায়ক দৃশ্যর অবতরণ ঘটে।

সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত