ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের আদালত থেকে ফের নথি চুরি

সিরাজগঞ্জের আদালত থেকে ফের নথি চুরি

সিরাজগঞ্জে জেলা জজ আদালত থেকে আবারো নথি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের জোর তদন্ত শুরু হয়েছে। তবে এ দুর্ধর্ষ চুরির রহস্য এখনো উদঘাটন হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত জজ আদালতের সহকারী জজ আদালত (কামারখন্দ) কর্মচারীরা রোববার বিকেলে সেরেস্তার কক্ষ খোলার পর মেঝেতে বেশ কিছু নথি এলোমেলো পড়ে থাকতে দেখেন। এ সময় তারা ওই কক্ষের জানালার লোহার গ্রিলও ভাঙ্গা দেখতে পান এবং দেওয়ানি মামলার আলমিরাতে রাখা মামলার নথিগুলো পায়নি। তবে চুরি যাওয়া নথির সংখ্যা এখনো জানা যায়নি।

এ ঘটনায় পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ওই দিন রাতে জজ আদালতের নাজির ওসমান গণি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, এ মামলাটি জোর তদন্ত চলছে এবং এখনো চুরির রহস্য উদঘাটন হয়নি। তবে ২/৪ দিনের মধ্যে রহস্য উদঘাটন হবে বলে আশা করছেন তিনি।

উল্লেখ্য, ইতিপূর্বে ২০ ও ২১ মার্চ পর পর দু’রাতে সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি (ভেস্টেট প্রোপার্টি-অর্পিত সম্পত্তি) শাখার সরকারি প্রসিকিউটরদের (জিপি) কক্ষের তালা ভেঙ্গে কয়েকটি আলমিরাতে রাখা প্রায় ৬’শ মামলার কোর্ট ফাইল চুরি করে নিয়ে যায় চোরেরা। সে সময় বেশ কিছু পুরাতন ডায়েরিও গায়েব করা হয়ে যায় এবং পরদিন ২২ মার্চ রাতে আবারও চুরির চেষ্টা করে ব্যর্থ হয় চোরেরা। এসব ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক।

তবে এ তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে না জানার কথা উল্লেখ করে জিপি অ্যাড. আব্দুল ওয়াহাব সাংবাদিকদের বলেন, ৬’শ নথি চুরির ঘটনায় সে সময় মামলা দায়ের করা হলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ এবং যে কারণে ওই মামলার চুড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সিরাজগঞ্জ,জেলা জজ আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত