ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

সাবেক আইজিপি মামুন ও শহীদুল হকের পৃথক রিমান্ড মঞ্জুর

সাবেক আইজিপি মামুন ও শহীদুল হকের পৃথক রিমান্ড মঞ্জুর

পৃথক দুটি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আট দিনের ও শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় মামুনের ও রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুলের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান।

জানা গেছে, গত ১৯ জুলাই মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলায় মামুনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর গত ১৩ আগস্ট মোহাম্মদপুরের এসএম আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় জনকে আসামি করা হয়।

এছাড়া, গত ১৯ জুলাই ঢাকার নিউমার্কেটের ১নং গেটের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহত হন ৪৫ বছর বয়সী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। নিহত ব্যবসায়ীর ভাগনি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় শহীদুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করে ডিবি।

আবা/এসআর/২৪

রিমান্ড,আইজিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত