বেক্সিমকোর ৩ কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রমে বাধা নেই
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৯:২০ | অনলাইন সংস্করণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগসংক্রান্ত আদেশ স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে ১৯ মার্চের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএসইসির করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা পৃথক তিনটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়। এর ফলে স্বতন্ত্র ওই পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই বলে জানিয়েছেন বিএসইসির আইনজীবী।
এদিন আদালতে বিএসইসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও কামাল উল আলম।
এর আগে বেক্সিমকো গ্রুপের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। গত ৩১ ডিসেম্বর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সই করা এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
আবা/এসআর/২৫