ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ পুতুলের বিরুদ্ধে

ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ পুতুলের বিরুদ্ধে

দুদকের করা প্লট বরাদ্দ দুর্নীতি মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রোববার (২৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ করেছেন। তার নিজের নামে ছাড়াও জয়, পুতুল, রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ করা হয়েছে। পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে গত ১০ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা তিনটি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

তিনটি মামলায়ই শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ১৬ জন অভিযোগপত্রভুক্ত আসামি।

আবা/এসআর/২৫

ইন্টারপোল,গ্রেফতার,পুতুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত