জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি চলছে

প্রকাশ : ০৬ মে ২০২৫, ১১:৪৩ | অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার একটু আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ শুনানি শুরু হয়।

জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নাজিব মোমেন।

আদালতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন উপস্থিত রয়েছেন।

এর আগে, এটিএম আজহারের আপিলটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্ট) ওঠে। তারই ধারাবাহিকতায় আজ সেটির শুনানি শুরু হয়েছে।