নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল ও ইনু

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৪:৪৮ | অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর বনানী থানাধীন এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। 

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত তা মঞ্জুর করেন।  

মামলার সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভার এলাকায় আন্দোলনে অংশ নেন ২২ বছরের তরুণ মো. শাহজাহান। ওইদিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা সাজেদা ১৮ ডিসেম্বর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশ।