মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আ. লীগ নেতাকে খালাস দিয়েছে আদালত
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২০:৪১ | অনলাইন সংস্করণ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের রায়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। মোবারকের ছেলে মো. হাবিব উল্ল্যাহ খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ মোবারক হোসেনের আপিল মঞ্জুর করে এ রায় দেন।
২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের এই বাসিন্দা একসময় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন এবং মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
২০১৩ সালে মোবারকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে বিচার শুরু হয়। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অপহরণ, লুটপাটসহ একাধিক অভিযোগ গঠন করা হয়। ট্রাইব্যুনালে মামলার বিচার প্রক্রিয়ার সময় ১২ জন সাক্ষী সাক্ষ্য দেন। আদালতের রায়ে দুটি অভিযোগ প্রমাণিত হয় এবং তাকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড ও অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
তবে আপিল বিভাগ সকল অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছে। ফলে দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মোবারক হোসেন মুক্তি পেলেন।
