আরো এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইনুকে
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৭:৩৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ইনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় কয়েকটি হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল জাসদের সভাপতি ইনু শেখ হাসিনা সরকারের সময় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
