প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছর কারাদণ্ড
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৪ | অনলাইন সংস্করণ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার আরেকটি মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁদের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ নিয়ে প্রতারণার পৃথক পাঁচটি মামলায় দম্পতিটির মোট ১২ বছরের কারাদণ্ড হলো। সর্বশেষ গত ১৪ এপ্রিল প্রতারণার আরেক মামলায় তাদের তিন বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।
২০২৩ সালের ৭ ডিসেম্বর আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালি কোম্পানি গড়ে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে চমকপ্রদ বিজ্ঞাপন দেয়। বাদী ওই বিজ্ঞাপন দেখে ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন। প্রতিশ্রুতি অনুযায়ী ৭ থেকে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও ইভ্যালি তা করেনি, বরং নানা অজুহাতে টাকা আত্মসাত করে।
মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক বাসুদেব সরকার ২০২৪ সালের ২৭ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেন।
পরে একই বছরের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করে আদালত। তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।
