কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থী আদালতে

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৩:৪২ | অনলাইন সংস্করণ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপূর্ব পালকে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় কিছুটা আঘাতপ্রাপ্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আজ ভোরে তাকে আদালতে হাজির করা হয়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাতে তাকে থানায় নেওয়ার সময় কিছু উত্তেজনা সৃষ্টি হয়। তাকে থানায় আনা হয় এবং মামলা রেকর্ডের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ভোরে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি আদালতে আছেন।”

ঘটনার সূত্রে জানা যায়, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীর বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, শিক্ষার্থী নিজেও এই ভিডিও আপলোড করেছেন। রাতের দিকে স্থানীয় ও শিক্ষার্থীদের একটি দল তার বাসার নিচে জড়ো হয়ে প্রতিবাদ জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।