অভিযুক্তদের অপকর্মের দায়ভার পুরো সেনাবাহিনীকে দেওয়া যাবে না: আযমী
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৭:০৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের ‘দৃষ্টান্তমূলক বিচার’ চেয়েছেন আয়নাঘরে দীর্ঘ প্রায় ৮ বছর গুমের শিকার জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। একইসঙ্গে, তাদের ‘অপকর্মের’ দায়ভার পুরো সেনাবাহিনীকে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে, আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তাদের ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়।
আবদুল্লাহিল আমান আযমী বলেন, আমি প্রতিহিংসাপরায়ণ হয়ে মামলা করিনি। আমি মামলা করেছি মূলত দেশবাসীকে একটা ম্যাসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে; তাদের কাছে আমি ম্যাসেজ দিতে চাই যে, অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে, কেউ পার পেতে পারে না।
তিনি বলেন, সকল অপরাধীকে বিচার পেতে হবে। তাদের ওপর জুলুম হোক, অন্যায়-অবিচার হোক, এটা আমি চাই না। আমি চাই তারা সুবিচার পাক। তাদের যা বলার সেটা বলার সুযোগ পাক। আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন সুবিচার করেন, সেটাই আমি চাই। যে যতটুকু করেছে, সে যেন ততটুকু তার পাওনা পেয়ে যায়।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, আমি দ্বিতীয়ত আরেকটা কথা বলতে চাই, সেনাবাহিনীর যে ২৫ জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাদের কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে অপরাধ করার কারণে ওয়ারেন্ট ইস্যু করা হয়নি। তারা সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে এগুলো করেছে।
আযমী বলেন, অভিযুক্ত সেনা কর্মকর্তারা বাহিনীর বাইরে র্যাবের সঙ্গে যুক্ত হয়ে এসব অপকর্ম করেছেন। তবে তাদের সংখ্যা শতাংশেরও কম। তাই তাদের অপকর্মের দায়ভার পুরো সেনাবাহিনীকে দেওয়া যাবে না। শুধু অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
