সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের তিন সহযোগী ১০ দিনের রিমান্ডে

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সহযোগী এবং আরামিট পিএসি’র তিন সহকারী মহাব্যবস্থাপকের (এজিএম) পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এসব আদেশ দেন।

রিমান্ডকৃতরা হলেন– ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসি’র এজিএম মো. আব্দুল আজিজ (৩৯), ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসি’র এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৪), আরামিট পিএলসি এজিএম উৎপল পাল (৫১)।

এদিন, কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আসামিদের ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেন। এর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) মহাখালী শাখা থেকে ৪১ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ করায় গত ২৮ সেপ্টেম্বর দুদক-এর উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। 

ইউসিবি পিএলসি’র ফরেন এক্সচেঞ্জ শাখা থেকে ৬০ কোটি টাকা উৎকোচ গ্রহণ করায় গত ২২ সেপ্টেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধ মামলা করেন।