আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:৫১ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোসহ ৭ জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ। 

বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২১ অক্টোবর আলোচিত এ মামলায় সাক্ষ্য দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত ও শহিদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল। পরে তাদের জেরা করে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবী।

সবমিলিয়ে আলোচিত এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৮ জন। সবশেষ বুধবার আরও দুইজন সাক্ষীর জবানবন্দি দেয়ার কথা রয়েছে।

গত ২১ আগস্ট এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি ১৬ জন, তাদের মধ্যে ৮ জন বর্তমানে কারাগারে আছেন। এর মধ্যে শেখ আবজালুল হক ইতোমধ্যেই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী (রাজসাক্ষী) হয়েছেন। সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে আগামী বুধবার সকালেই ওই ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ প্রাণ হারান। গুলিবিদ্ধ হওয়ার পর তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস ওই ঘটনার সময় একজন তরুণ তখনও জীবিত ছিলেন। কিন্তু তাকেও রক্ষা করা হয়নি—পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।