গুমের দুই মামলায় হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন সেই আমির হোসেন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমির হোসেন।
বুধবার (৩ ডিসেম্বর) এই দুই মামলায় হাসিনার আইনজীবী থেকে জেড আই খান পান্না নিজেকে প্রত্যাহার করে নিলে আমির হোসেন নিয়োগ পান।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগের আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের এই দুই মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চাইলে, গত ২৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ জেড আই খান পান্নাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন। তবে, পরবর্তীতে তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হবেন না বলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠান।
আজ বুধবার বিষয়টি জেনে ট্রাইব্যুনাল জেড আই খান পান্নাকে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে লড়বেন না বলে নিঃশর্ত ক্ষমা চান পান্না। শারীরিক অসুস্থতার বিষয় তুলে ধরে, নিজেকে শেখ হাসিনার আইনজীবী থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন তিনি।
এরপর ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের এই দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দেন।
