রামপুরায় ২৮ হত্যা: ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আনা হয়।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আজ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে।
এদিকে, দুই সেনা কর্মকর্তাকে হজিরকে কেন্দ্র করে আজও কড়া নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে ট্রাইব্যুনাল এলাকা। হাইকোর্টের মূল ফটকের সামনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
