গুম-নির্যাতনের মামলা

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিচার শুরুর বিষয়ে পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক-বর্তমান ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেছে প্রসিকিউশন পক্ষ। অন্যদিকে গ্রেপ্তারকৃত তিন সেনা কর্মকর্তার আইনজীবীরা তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এই আবেদনের শুনানি আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রোববার (০৭ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন নির্ধারণ করেন।

এই মামলায় গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়, তারা হলেন—প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপদেষ্টা তারিক আহমেদসহ আরও ১০ আসামি পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। উপস্থিত তিন আসামির পক্ষে আবেদন করেন অ‍্যাডভোকেট আজিজুর রহমান দুলু।

উল্লেখ্য, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই-এর সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর পর সেনাবাহিনী ১৫ জন কর্মরত কর্মকর্তাকে হেফাজতে নেয়। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করে গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তাদের সেখানে রাখা হয়। ।