পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি নির্বাচনের পর

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ | অনলাইন সংস্করণ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। শুনানিকালে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ১৫ বছরের জঞ্জাল সরিয়েছি ১৬ মাসে।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের মোট ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এনে পঞ্চদশ সংশোধনী পাস করে। সংশোধনীটির বৈধতা নিয়ে করা রিটের ওপর হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধেই বর্তমানে আপিল বিভাগে শুনানি চলছে।

জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর এই সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টে দুটি রিট করা হয়। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ গত ১৭ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ–সংক্রান্ত ২০ ও ২১ ধারা সহ সংবিধানে যুক্ত কয়েকটি অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে। একই সঙ্গে পূর্বের গণভোটসংক্রান্ত বিধান (অনুচ্ছেদ ১৪২) পুনর্বহাল করা হয়। আদালত আরও বলেন, সংশোধনীর বাকি অংশ নিয়ে ভবিষ্যৎ সংসদ আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ চারজন, নওগাঁর মোফাজ্জল হোসেন এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল পৃথক তিনটি আপিল করেন। গত ৩ ডিসেম্বর থেকে আপিল বিভাগের ধারাবাহিক শুনানি চলছে।

গতকাল শুনানিতে শিশির মনির বলেন পঞ্চদশ সংশোধনী আইন পুরো বাতিল হলে আবার বাকশাল ফিরে আসবে। সংবিধান থেকে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বাদ পড়ে যাবে। যেভাবে আছে, সেভাবে থাকলে বৃহত্তর দৃষ্টিকোণে দেখার সুযোগ বেশি থাকবে। আর এই ব্যাপ্তিটা খোলা থাকা উচিত, গণভোটের ফলাফলের ভিত্তিতে যেন সংবিধান সংস্কার পরিষদ বিষয়গুলোতে উপযুক্ত পদক্ষেপ নিতে পারে।