সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ২২:৪৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ যে ৭ মামলায় জামিন পেয়েছিলেন, তা স্থগিত করেছেন চেম্বার জজের আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকের পক্ষে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে আপিল বিভাগ তা মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, গত বছরের সেপ্টেম্বরে ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী সাতটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। তবে চলতি সপ্তাহে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জামিননামা পৌঁছানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের উদ্যোগ নেয়।

পুলিশ ও আদালত সূত্র জানায়, জামিন হওয়া সাতটি খুনের মামলার মধ্যে চারটি চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় এবং তিনটি পাঁচলাইশ থানায় হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে খুনের অভিযোগ ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়। সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও হত্যাসহ আটটি মামলা রয়েছে।

 

আবা/এসআর/২৫