গুম-নির্যাতনের মামলায় হাসিনাসহ ১৭ আসামির বিচার শুরু ২৩ ডিসেম্বর
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮ | অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে র্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২৩ ডিসেম্বর এ মামলার বিচার কার্যক্রম শুরু হবে।
রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারিক প্যানেল এ আদেশ দেন।
একই দিনে তিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন নিয়ে শুনানি শুরু করেন তাদের আইনজীবীরা। শুনানিকালে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা আইনজীবী ও প্রসিকিউশনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে।
এদিকে পৃথক আরেকটি ঘটনায়, রামপুরায় ২৮ জন হত্যার মামলায় সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম এবং আরও দুই কর্মচারীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে ২৪ ডিসেম্বর।
