মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ আদেশের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) হাইকোর্টের আগের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ নির্দেশ দেন।

শুনানিকালে মাহমুদুর রহমান মান্নার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এবং আইনজীবী মোস্তাফিজুর রহমান। অপরদিকে ইসলামী ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল কাইয়ুম।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন মাহমুদুর রহমান মান্না।

গত বুধবার হাইকোর্ট ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে করা মান্নার রিট আবেদন খারিজ করেন। বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, জোটভিত্তিক নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বগুড়া-২ আসনটি মাহমুদুর রহমান মান্নার জন্য ছেড়ে দিয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের বিরুদ্ধে খেলাপি ঋণের দায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা। নোটিশে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা বকেয়া আদায়ের কথা বলা হয়।

মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়।