জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ | অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

রবিবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ মামলায় প্রথমে প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিক চার্জ গঠনের পক্ষে শুনানি উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল।

তবে জুনাইদ আহমেদ পলকের আইনজীবী লিটন আহমেদ অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন। তিনি গত ৭ জানুয়ারি এই আবেদন করেন।

পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে মামলায় লড়বেন মনজুর আলম।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও জয় হাজির না হওয়ায় গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল মনজুর আলমকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে তার পক্ষে নিয়োগ দেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থান চলাকালে জয় ও জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের হত্যার তথ্য আড়াল করার চেষ্টা করেন। পাশাপাশি হত্যাযজ্ঞে উসকানি, ষড়যন্ত্র এবং এসব অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।