মুসাব্বির হত্যা: তিন আসামি রিমান্ডে, একজনের স্বীকারোক্তি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৮:২৭ | অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজনকে সাত দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর এক আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তার আসামি বিল্লাল (২৯), আব্দুল কাদির (২৮), রিয়াজ (৩১) ও জিন্নাত (২৪)–কে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল, আব্দুল কাদির ও রিয়াজের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, আসামি জিন্নাত আদালতে স্বেচ্ছায় দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনের একটি গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
