বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৬:০৭ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় বীরগঞ্জ উপজেলার পৌর শহরের গোলাপগঞ্জ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মনের দিক নির্দেশনায় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের নেতৃত্বে একটি পুলিশের দল প্রায় ২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ১৪ হাজার ৯৮০ টাকা এবং ৭৬পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানে রিমু আক্তার (২৭) নামের এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইনজামামুল হক পায়েল ও পান্না আক্তারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।