পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি মদসহ নারী গ্রেপ্তার

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৫:০৫ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে বিদেশি ও দেশীয় মদসহ বৃষ্টি রাণী নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

পীরগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের শ্রীমতী বৃষ্টি রানী (২৪) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলাও রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে থানা পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।

এদিকে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি পীরগঞ্জ সেনা ক্যাম্প কর্তৃপক্ষকে অবহিত করে যৌথ অভিযানের জন্য আবেদন জানান। পরবর্তীতে পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার  ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তনুযায়ী বৃহস্পতিবার রাত ১০টা থেকে আড়াই ঘন্টার অভিযানে বৃষ্টি রাণীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেড এর পীরগঞ্জ সেনা ক্যাম্পের ১৮ সদস্যের সেনা টহল দল ও ৬ পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ, ৬ বোতল দেশীয় মদ ১টি মোবাইল ও ২ হাজার ৬ শত নগদ টাকাও উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শুক্রবার বিকালে গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে এবং বৃষ্টি রাণীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।