চুয়াডাঙ্গায় ১০২ পিস ইয়াবাসহ আটক ১
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৬:১০ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আনোয়ারপুর এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ শিপন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত শিপন দর্শনা থানাধীন আনোয়ারপুর এলাকার খোরশেদ আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে এস আই মাসুদুর রহমান ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা ও পৌরসভার আনোয়ারপুর এলাকা থেকে শিপনকে আটক করে। এসময় অপর একজন পালিয়ে যায়। আটক শিপনের কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ী বিরুদ্ধে একাধিক মামলা আছে।
