পীরগঞ্জে ৬শ’ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৭:৩১ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের গোবরা কুতুবপুরে নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযানে ঝর্না বেগম (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, ঝরনা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত হলেও তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।

বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়ার পর, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য আবেদন জানান। পরবর্তীতে পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার দিবাগত রাত ১১টার পর সেনাবাহিনীর ১৬ সদস্যের একটি টহল দল এবং পুলিশের ৬ সদস্য অভিযান চালিয়ে গোবরা কুতুবপুরে নিজ বাড়ি থেকে ঝরনা বেগমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল, নগদ ৮৭ হাজার ৬শ’ টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে এবং রোববার ঝরনা বেগমকে কোর্টে প্রেরণ করা হয়েছে।