সিরাজগঞ্জে শিশু হত্যার রহস্য উদঘাটন, ফুফাতো ভাই গ্রেপ্তার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৯:৪৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেলমোড়া গ্রামের শিশু ছাত্রী ছোঁয়া মনি (৭) হত্যার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। এ নির্মম হত্যাকাণ্ডে ওই শিশুর ফুফাতো ভাই মনিরুল ইসলাম জিহাদকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জিহাদ উল্লাপাড়া উপজেলার হাওড় গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওসি (ডিবি) একরামুল হোসাইন পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সকালে ওই গ্রামের সুমন সেখের মেয়ে ছোঁয়ামনি মাদ্রাসা থেকে ফেরার পথে ফুফাতো ভাই জিহাদ তাকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনা ছোঁয়ামনি বাবা-মাকে বলে দিবে এবং এমন আশংকায় প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটের দেয়ালের সাথে আছড়িয়ে হত্যা করে তার লাশ টয়লেটের মধ্যেই ফেলে দেয়া হয়। এ হত্যাকাণ্ডের পর জিহাদ মামার বাড়ি গিয়ে নিজেও ছোঁয়ামনিকে খোঁজার নাটক করে। এমনকি মসজিদে মাইকিংও করে সে। পুলিশ ওইদিন বিকেলে উল্লেখিত পরিত্যক্ত টয়লেট থেকে শিশু ছোঁয়ামনির লাশ উদ্ধারের পর জিহাদ পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে জিহাদের রক্তমাখা গেঞ্জি ও লুঙ্গি উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত শিশুর দাদি ফিরোজা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলা বিশেষ তদন্তের জন্য পুলিশ সুপার মো. ফারুক হোসেন ডিবি পুলিশকে নির্দেশ দেন।
এ নির্দেশের পরিপ্রেক্ষিতে ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকস দল শনিবার সকালে গাজীপুর চৌরাস্তা থেকে মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন।
এদিকে এ নির্মম শিশু হত্যাকাণ্ডের ৭২ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করায় পুলিশ এলাকায় প্রশংসিত হয়েছে।
