সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৭:৩১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া খাঁ পাড়া গ্রামে গৃহবধূ রঞ্জনা খাতুনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় মাদকাসক্ত স্বামী ইব্রাহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

ইব্রাহিম ওই গ্রামের আব্দুস সাত্তার সরকারের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের ওই দম্পত্তির মাঝেমধ্যেই পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জের ধরে রোববার রাতে স্বামী ইব্রাহিম তার স্ত্রী রঞ্জনা খাতুনকে কুপিয়ে হত্যা করে এবং পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। পুলিশ ওইদিন রাতেই ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে এবং মাদকাসক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে নিহতের লাশ শহীদ এম, মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।