সারাদেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭১১
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৬:০৬ | অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৭০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৪১ জন রয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) জনাব এ এইচ এম শাহাদাত হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৭১১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টে এক হাজার ১৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
