চকরিয়ায় অস্ত্রসহ ২ যুবক আটক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের গ্রামার স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

আটক যুবকেরা হলেন— চকরিয়া পৌরসভার সিকদারপাড়া এলাকার মোহাম্মদ জিশান (২৫) ও সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ আবদুল্লাহ (২৪)। 

ওসি তৌহিদুল আনোয়ার জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিশান ও আবদুল্লাহ পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় জিশানের কাছ থেকে একটি এলজি (দেশীয় তৈরি বন্দুক) ও দুটি গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, “আটক দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।”