মানিকগঞ্জে মায়ের গলা কেটে হত্যা, ছেলে পলাতক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১১ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে তার নিজের জন্মদাত্রী মাকে নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতের আঁধারে ঘরের ভেতর এই হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, ধারালো বটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। খাটের ওপর পড়ে ছিল তার নিথর দেহ।
নিহত করুণা রানী ভদ্র (৬২) চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামের মৃত ফটিক ভদ্রের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেলে রবীন্দ্রনাথ ভদ্র দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন। সেই বিরোধই শেষ পর্যন্ত মায়ের প্রাণ কেড়ে নিল।
অভিযুক্ত রবীন্দ্রনাথ বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
