মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ, ১৩ এজেন্সির বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪ | অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে পৃথক ১৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, আসামিরা বায়রার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করেন। সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৫ গুণ বেশি অর্থ নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হয়। তারা অবৈধভাবে সংগৃহীত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর ও পাচার করেছেন। এতে কর্মীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
দুদকের মহাপরিচালক বলেন, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি), ১৬১, ১৬২, ১৬৩, ১৬৪, ১৬৫(ক), ৪২০ ও ৪০৯ ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।
দুদক জানিয়েছে, এর আগেও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ১২টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ৩৩ জনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ১২৮ কোটি টাকার একটি মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে তদন্তাধীন।
নতুন করে ১৩টি কোম্পানির বিরুদ্ধে মামলার পর মোট ২৫টি কোম্পানির ৬৪ জনের বিরুদ্ধে মামলা পরিচালনা করছে দুদক। এসব মামলায় অভিযোগ অনুযায়ী আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২৮৮ কোটি টাকা।
