সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুই বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২ | অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ বিভিন্ন দেশে পাচারে তার এজেন্ট হিসেবে কাজ করা আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল বুধবার চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে আব্দুল আজিজ ও উৎপলকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মো. আব্দুল আজিজ ইম্পেরিয়াল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি দুদকের এজাহারভুক্ত আসামি। অন্যদিকে আরামিট পিএলসির এজিএম উৎপল পাল নতুন করে মামলায় অন্তুর্ভুক্ত হতে যাচ্ছেন।
