মানিকগঞ্জে আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের এলজিইডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদিকুল ইসলাম সোহা মানিকগঞ্জ সদর থানার পশ্চিম দাসরা এলাকার প্রয়াত শামসুল ইসলামের ছেলে।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, সাদিকুল ইসলাম সোহা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।