মেঘনা নদীর ডাকাতদলের ২ সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি ও মেঘনা ডাকাত দলের সদস্য জামিল মোল্লা (৪৫) এবং লিটু খান (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জামিল মোল্লার বাড়ি সদর উপজেলার বাংলাবাজার (কাজিয়ারচর) এলাকায়। তিনি মেঘনা নদীকেন্দ্রিক ডাকাতদলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
লিটু খানের বাড়ি সদর উপজেলার বেহেরপাড়া এলাকায়। তার বিরুদ্ধেও খুন, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার একদফা চূড়ান্ত আন্দোলনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগের দিন, ৪ আগস্ট সকাল ৯টার দিকে কৃষি ব্যাংক চত্বরে ছাত্র-জনতা জড়ো হয়ে আন্দোলনের প্রস্তুতি নিলে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। দিনব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে, উত্তর ইসলামপুর এলাকার মো. সজল, ডিপজল ও রিয়াজুল নামে তিনজন দিনমজুর গুলিতে নিহত হন।
পরবর্তীতে ওই ঘটনার প্রেক্ষিতে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে মো. সজলের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিনসহ ৩০১ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি জামিল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রিয়াদুজ্জামান জানান, বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলায় জামিল ও লিটুকে গ্রেপ্তার করা হয়েছে।
