রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২ | অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি গণমাধ্যমকে জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান ডিএমপি’র এই কর্মকর্তা।