সিরাজগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৯:০৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই এ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নেমেছে। 

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই পৌর এলাকার ঝিকরায় পূজামণ্ডপে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছে। মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার পূজামণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সাথে স্থানীয় লোকজনের বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য হামলার শিকার হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওইদিন ভোর রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে ওই থানার এসআই ফারুক বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।