উখিয়ায় দুই শুটারগান ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৫:২৩ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়ায় দুটি ওয়ান শুটারগান ও ইয়াবাসহ চার মাদককারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) ভোরে উপজেলা পালংখালী ইউনিয়নের মরাগাছতলা কক্সবাজার-টেকনাফ সড়ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার পুলিশ অভিযান চালায়। ওই সময় ২টি আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজ ও ২ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।