বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭৫৪
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭৫৪ জনকে।
এতে আরও বলা হয়, অভিযান চলাকালে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দেশীয় একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড কার্তুজ, তিন রাউন্ড গুলি, একটি চাকু, একটি দা ও ১০টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ সদর দপ্তর।
