রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৫:২০ | অনলাইন সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এবং পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো– আওয়ামী লীগের দারুস সালাম নয় নম্বর ওয়ার্ডের চার নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক মো. সাইমন ইসলাম রনি (৪২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. রুবেল পেদা (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখা ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাথা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২), ছাত্রলীগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ও ভান্ডারিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার মেহারী ইউপি শাথা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল হেলাল (৪৭) ও ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সক্রিয় সদস্য মো. মোরশেদ আলম মুন্না (২৮)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
