সিরাজগঞ্জে শিবলিঙ্গ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২০:১৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলংগা থানা এলাকার দবিরগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে ৯৪ কেজির বেশি ওজনের মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

র‌্যাব-১২ এর অপস্ অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— ওই গ্রামের জাহাঙ্গীর আলম বাবলু (৫২), শহিদুল ইসলাম (৫২) ও কফিল উদ্দিন (৪৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামি  হামিদুর রহমানের ঘরে অভিযান চালানো হয়। এ অভিযানে ৯৪.২৬০ কেজি মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয় এবং এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূল্যবান শিবলিঙ্গ মূর্তি নিজ হেফাজতে রেখে বিদেশে পাচারের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।