চুয়াডাঙ্গায় রাস্তায় গাছ ফেলে ছিনতাই: আটক ১
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী ইটভাটা সংলগ্ন রাস্তায় গাছ ফেলে পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার ঘটনায় রকিবুল ইসলাম (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে নগদ সাড়ে ১৭ হাজার টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে হাজরাহাটি এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত রকিবুল উপজেলার হাজরাহাটি গ্রামের এনামুল হকের ছেলে।
পুলিশও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার বোয়ালমারী ইটভাটা সংলগ্ন রাস্তায় গাছ ফেলে চারজন ছিনতাইকারী পথচারীদের প্রতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২১ হাজার টাকা ও চারটি মোবাইল সেট নিয়ে যায়।
খবর পেয়ে সকালেই সদর থানা পুলিশ নড়ে চড়ে বসে। এরপর ছিনতাইকারীদের ধরতে তৎপরতা শুরু করে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম দীর্ঘ ১৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে উপজেলার হাজরাহাটি এলাকা থেকে রকিবুল ইসলামকে আটক করে। এই সময় তার কাছ থেকে নগদ সাড়ে ১৭ হাজার টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করে।
আটককৃত রকিবুল জানান, বৃহস্পতিবার ভোরের দিকে আমি সহ চারজন বোয়ালমারী ইটভাটার কাছে রাস্তায় গাছ ফেলে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিই। এর আগে একই স্থানে একাধিকবার একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছি আমরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বাকি তিনজনকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
