আলমডাঙ্গায় চুরি হওয়া পাওয়ারটিলার উদ্ধার, আটক ১

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ২০:২৯ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গা উপজেলার বাঁচামারী গ্রামের বড়জোলা মাঠ থেকে চুরি যাওয়া পাওয়ারটিলার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত লাল্টু মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে চুরি যাওয়া সেই পাওয়ারটিলার উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাঁচামারী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (২১) নিজের পাওয়ারটিলার দিয়ে বড়জোলা মাঠে জমি চাষ শেষে তা সৌরবিদ্যুতের চালের নিচে বেগুন গাছের খড়ি দিয়ে ঢেকে রেখে বাড়িতে ফেরেন। পরদিন ভোরে মাঠে গিয়ে তিনি দেখতে পান, তার পাওয়ারটিলারটি চুরি হয়ে গেছে।

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও না পেয়ে হেলাল উদ্দিন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আলমডাঙ্গা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত ভুট্টা মিয়ার ছেলে লাল্টু মিয়াকে শুক্রবার সকালে আটক করে।

আটককৃত লাল্টুকে শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান।

তিনি বলেন, অভিযান চালিয়ে চুরি হওয়া পাওয়ারটিলারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।